Adobe After Effects Complete Course From Zero To Hero
Adobe After Effects Complete Course From Zero To Hero
About Course
Adobe After Effects Complete Course From Zero To Hero
আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ই মনে করেন যে আফটার ইফেক্ট ভিডিও এডিটং সফটওয়্যার ! কিন্তু এই ধারণা না ঠিকনা, ভিডিও এডিটংএর জন্য প্রধান সফটওয়্যার হচ্ছে প্রেমিযার প্রো।তাহলে আপনাদের মধ্যে
প্রশ্ন হচ্ছে আফটার এফেক্টস কি ?
নাম শুনেই বুজতে পারি যে এটি একটি ইফেক্ট বেজে সফটওয়্যার । সহজ ভাবে বলতে গেলে একটি ভিডিওতে যত ধরণের ইফেক্ট ব্যবহার হয়,
ওই ধরণের ইফেক্ট মেক করার জন্য আফটার এফেক্টের ব্যবহার হয়ে থাকে । শুধু তাই নয়,
কার্টুন এক্সপ্লেইনের ভিডিও মেক করার জন্য আফটার এফেক্টস এর ভূমিকা অসামান্য । এর মাদ্ধমে যেকোনো ধরণের ভেক্টরকে এনিমেশনে কনভার্ট করা সম্ভব ।
এখন এতো ধরণের প্লাইগিন্স আছে যা ব্যবহার করে আপনি খুব সহজে, সময় বাঁচিয়ে আপনি অ্যানিমেশন তৈরী করতে পারেন । আর এই কারণেই এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে ।
অ্যাডভান্স এডিটং এর পাশাপাশি, মোশন ভিডিও, এক্সপ্লেইনের ভিডিও, শর্ট বিজ্ঞাপন, থ্রীডি প্রেজেনটেশন খুব সহজে আপনি তৈরী করতে পারেন ।
বিগত বছর গুলিতে আপনি যদি একটু লক্ষ্য করলে দেখবেন যে, দিন দিন ফেইসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই ধরণের সোশ্যাল মিডিয়া গুলিতে ভিডিও এর চাহিদা ব্যাপক বাড়ছে ।
শুধু তাই নয় ব্যবসায় প্রসারে অতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে ভিডিও বিজ্ঞাপন । ইউটিউবের মতো এখন ফেসবুকেও ভিডিও দিয়ে আর্নিং করা যায় ।
এতো সব কিছু খেয়াল করলে আমরা এতটুকু বুজতে পারি যে, দিন যত যাচ্ছে ভিডিও এডিটরদের চাহিদা ততই বেড়ে চলছে।
এই কোর্স শেষ আপনি যদি নতুন হিসাবে মার্কেট কম্পিটিশনে জব না পান ! মামা, চাচা, না থাকার কারণে ভালো কোম্পানিতে জব না পান !
তার পরেও আপনার ইনকাম কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ।
আপনি চাইলেই ভালো মানের কনটেন্ট ক্রিয়েটের মাদ্ধমে ইউটিউ/ফেইসবুক থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে ভালো মানের ইনকাম করতে পারেন ।
এছাড়া মার্কেট প্লেসে দেশের এবং দেশের বাইরের অনেক ক্লায়েন্ট মাসিক চুক্তি করে কাজ করায় যেটা চাকুরীর মতো।
যার ফলে বাসায় বসেই ক্লায়েন্ট দের ফুল টাইম বা চুক্তিবদ্ধ কাজ করতে পারবেন যাকে বলা হয় রিমোট জব।
রিমোট জবে একজন ফ্রিল্যান্সার গড়ে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার ইনকাম করে থাকে।
বেকার সমস্যা দুরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরিতে আমরা ১৫০০০ হাজার টাকার ৩ মাসের এই প্রিমিয়াম কোর্সটি নামমাত্র মূল্যে সম্পন্ন করার সুযোগ
Course Content
Class 01:
-
Introduction