You are currently viewing Digital Marketing Practical Course

Digital Marketing Practical Course

আপনি যদি অনলাইন এ নিজের Business রান করতে চান বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে এই কোর্স টি আপনার জন্য |

এখন অনলাইন মার্কেটিং এর যুগ শুধুমাত্র সঠিক কিছু টেকনিক এর মাদ্ধমে আপনি আপনার Business বা ফ্রোফেশনাল কাজ গুলো করতে পারছেন ।আমরা আপনাকে দিচ্ছি একটি দারুন সুযোগ। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে এনালগ মার্কেটিং এর চেয়ে ১০ গুণের বেশি কম খরচে আপনি দীর্ঘস্থায়ী প্রচারনার এক অফুরন্ত সুযোগ পাচ্ছেন। এজন্য সম্প্রতি যেসব কম্পানি এনালগ মার্কেটিং এ সফলতা পাচ্ছেন না, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তারা আজ সফল।

চলুন জানি ডিজিটাল মার্কেটিং কি? এটি মূলত ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায়। যেমন- ওয়েবসাইট, এস ই ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), ইন্টারনেট ব্যানার অ্যাড, email marketing, ভিডিও মার্কেটিং, পে পার ক্লিক (PPC) মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Facebook, Twitter, LinkedIn, Instagram, etc.), মোবাইল মার্কেটিং (SMS, MMS, etc.) ইত্যাদির মাধ্যমে নিজের পণ্য বা ব্র্যান্ডের প্রচার করাকেই বুঝাই ।

আপনি পৃথিবীতে বাস করছেন ডিজিটাল প্রযুক্তির মাঝে। সেই হিসেবে আপনার ব্যবসায়ও অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতে হলেই বেশি ভালো হবে । এখানে কম খরচে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাজ করে অধিক আয় করা সম্ভব । ইন্টারনেট এবং ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এছাড়া অন্যান্য মাধ্যমগুলো যেমনঃ তারবিহীন টেক্সট মেসেজিং, মোবাইল ইনস্ট্যান্ট মেসেজিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক বিলবোর্ড, ডিজিটাল টেলিভিশন ও রেডিও চ্যানেল ইত্যাদিও অন্তর্ভুক্ত রয়েছে|

বর্তমানে ডিজিটাল মার্কেটিং হল অনলাইনে আয়ের একটা সহজ ক্ষেত্র । যারা অনলাইনে চাকুরী বা পড়াশুনার পাশাপাশি ঘরে বসে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য অনেক ভাল সুযোগ আছে এই সেক্টরে। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করে আপনে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন এবং ভবিষ্যতে এটাকে ভাল পেশা হিসাবে নিতে পারবেন।

Leave a Reply