You are currently viewing Graphic Design A Beginner’s to Pro Course

Graphic Design A Beginner’s to Pro Course

আপনি যদি অনলাইনে ক্রিয়েটিভ কিছু করতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন ।

চলুন জানি গ্রাফিক ডিজাইন কি ?

গ্রাফিক ডিজাইন হলো একটি ফাঁকা ক্যানভাস ,যেখানে আপনি আপনার ভাল ডিজাইনের জন্য আইডিয়া, রং এবং টাইপোগ্রাফি সঠিক জানা এবং প্রয়োগ করা |

আপনি কি আপনার গ্রাফিক ডিজাইন স্কিল নিয়ে হতাশ হয়েছেন, বা ভাবছেন কিভাবে গ্রাফিক ডিজাইনাররা এত সুন্দর প্রফেশনাল আর ইফেক্টিভ ডিজাইন তৈরি করে ?

গ্রাফিক ডিজাইন নিয়ে আপনার জানার আগ্রহ পারবে আপনাকে একজন পারফেক্ট গ্রাফিক ডিজাইনার বানাতে | অথবা আপনি কেবল গ্রাফিক ডিজাইন সম্পর্কে আরও জানতে চান বা একটি গ্রাফিক ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করতে চান ?

তাহলে এই কোর্সটি আপনার জন্য

এখানে বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল প্রজেক্টভিত্তিক প্রতিটি এডভ্যান্স ডিজাইন আপনাকে হাতে কলমে শেখানো হবে।যাতে করে আপনি আপনার ক্লায়েন্টকে সঠিক ভাবে হ্যান্ডেল করতে পারেন ।

এখানে কাজ শিখে আপনি পাবেন কাজ এর সুযোগ । বর্তমানে সব কম্পানিরই ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ইত্যাদি রয়েছে |

ওয়েবসাইটের লোগো, ব্যানার, ফেসবুক পেজের পোস্ট, কভার ফটো, ও প্রচারণার জন্য ব্যনার ডিজাইন এবং ইউটিউব থাম্বনেলের জন্য সব কম্পানিই এখন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিয়ে থাকেন |

গ্রাফিক্স শুধুমাত্র প্রিন্টিং এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইন্টারনেট আসার পর এর চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে |

এছাড়াও আপনি নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন এছাড়া, গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো প্রচুর কাজ করতে পারবেন |

আপনার তৈরিকৃত ডিজাইন আপলোড করে রেখে যতবার সেল হবে ততবার টাকা। এভারে রয়্যালটি ইনকামের সুযোগ রয়েছে |

How To Learn Graphic Design

 

Leave a Reply