শিক্ষার্থীদের জন্য শর্তাবলী ও নীতিমালা

শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ ও একটি সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিরাপত্তা, মূল্যবোধ ও একাডেমিক উৎকর্ষতা বজায় রাখা। তাই, সকল শিক্ষার্থীকে এই নীতিমালার সকল নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

সেকশন ১: কোর্স অংশগ্রহণ নীতিমালা

১. freelancertuition.com-এর শিক্ষার্থী হওয়ার পর যেকোনো সমস্যা, প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাইটের নির্ধারিত সাপোর্ট চ্যানেল (হেল্পলাইন নাম্বার, ফেসবুক পেইজ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ) ব্যবহার করতে হবে। কোনো শিক্ষক বা পরিচালকের ব্যক্তিগত আইডি বা ফোন নম্বরে যোগাযোগ করা যাবে না।

২. ক্লাস সংক্রান্ত যেকোনো প্রশ্ন, যেমন ক্লাস কখন শুরু হবে, রেকর্ডিং কোথায় পাওয়া যাবে ইত্যাদি শুধুমাত্র ফেসবুক পেইজ মেসেঞ্জারে জিজ্ঞাসা করতে হবে। একই প্রশ্ন বারবার করা থেকে বিরত থাকুন।

freelancertuition.com-এর বাইরে কোর্স বা ব্যাচ নিয়ে কোনো আলাদা গ্রুপ তৈরি করা যাবে না। এছাড়া, কোর্সের ডাটা, ভিডিও বা মিটিং আইডি ফেসবুক গ্রুপ বা অন্য কোথাও শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো শিক্ষার্থী এমন কাজে লিপ্ত হন, তবে তাকে বহিষ্কার করা হতে পারে।

যদি কোনো শিক্ষার্থী পরপর ৭টি ক্লাসে অনুপস্থিত থাকে এবং সে যদি ট্রেইনার বা কর্তৃপক্ষকে অবগত না করে, তবে তার স্টুডেন্টশীপ বাতিল বলে গণ্য হবে।

প্রতিটি ক্লাসের রেকর্ডিং সর্বোচ্চ ১০ দিন সংরক্ষিত থাকবে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডিং ডাউনলোড করে নিতে হবে।

সেকশন ২: তথ্য সংরক্ষণ নীতিমালা

১. ব্যাচ সংক্রান্ত গ্রুপে শুধুমাত্র কোর্স সংক্রান্ত পোস্ট করা যাবে। অন্য কোনো পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ।

২. ব্যাচ গ্রুপে নিজের প্রচারণা, “এড মি”, যেকোনো প্রকার লিংক, গ্রুপ পোস্ট বা কমেন্ট করা যাবে না।

৩. সিলেবাস, প্রাকটিস ফাইল বা লেকচারের নামে কোনো ক্ষতিকর ফাইল শেয়ার করা হলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, জরিমানা বা স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করা হতে পারে।

৪. ক্লাসের মিটিং আইডি বা লিঙ্ক freelancertuition.com-এর বাইরে কোথাও শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। কেউ যদি এ ধরনের কার্যক্রমে লিপ্ত হয়, তবে তার ছাত্রত্ব বাতিল বা আর্থিক জরিমানা করা হতে পারে।

৫. শিক্ষার্থীদের নিজের freelancertuition.com একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। কারও সঙ্গে লগইন তথ্য শেয়ার করা যাবে না বা একাধিক ডিভাইস থেকে লগইন করা যাবে না।

৬. কোনো শিক্ষার্থীর ভর্তি বাতিল বা ছাত্রত্ব বাতিল হলে রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য নয়।
সেকশন ৩: লেভেল বেজড কারিকুলাম (LBC) পদ্ধতি

১. LBC (Level-Based Curriculum) পদ্ধতি অনুসারে, সম্পূর্ণ কোর্সকে তিনটি লেভেলে ভাগ করা হয়েছে। প্রতিটি লেভেলে শিক্ষার্থীদের জন্য এসেসমেন্ট টেস্ট বাধ্যতামূলক। পরবর্তী লেভেলে যেতে হলে এসেসমেন্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. যদি কোনো শিক্ষার্থী প্রথমবার এসেসমেন্টে উত্তীর্ণ না হন, তবে তিনি পুনরায় প্রস্তুতি নিয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন (নির্ধারিত টেস্ট ফি প্রযোজ্য)। যদি দ্বিতীয়বারও ব্যর্থ হন, তবে তাকে ওই লেভেলে পুনরায় প্রথম থেকে ক্লাস শুরু করতে হবে (এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রযোজ্য নয়)।

৩. LBC পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিটি ধাপে দক্ষতা অর্জন নিশ্চিত করা হয়, যাতে তারা ধাপে ধাপে উন্নতি করতে পারে এবং পরবর্তী লেভেলের কাজ সহজে বুঝতে ও শিখতে পারে।

সেকশন ৪: শালীনতা

ক. কোর্সের কার্যক্রমের মধ্যে ধর্ম, বর্ণ এবং লিঙ্গ বৈষম্য করা যাবে না। মেয়ে শিক্ষার্থীরা বিরক্ত হয় কিংবা আপনার মন্তব্যে অন্য কেউ কষ্ট পেতে পারেন—এমন মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ।

খ. রাজনৈতিক আলোচনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারো অনুমতি ছাড়া তার প্র্যাকটিস ফাইল কিংবা পোস্ট করা অন্য কোনো ফাইল ডাউনলোড করা যাবে না।

গ. এখানে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী আছেন, তাই সর্বদা সম্মানের সঙ্গে অন্য শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করুন।

ঘ. কারো অনুমতি ছাড়া তাকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো বা ব্যক্তিগত বার্তা পাঠানো যাবে না।

ঙ. ক্লাসে অন্য শিক্ষার্থীদের বা মেয়ে শিক্ষার্থীদের কটূক্তি করে কিছু বলা যাবে না।

সেকশন ৫: অফলাইন কোর্স নীতিমালা

ক. freelancertuition.com এবং শিক্ষার্থীদের মঙ্গলের স্বার্থে নিম্নোক্ত নীতিমালা মেনে চলতে সবাইকে অনুরোধ করা হলো।

খ. শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে নিয়ে ক্লাসে প্রবেশ করতে হবে এবং ক্লাস শুরুর অন্তত ২০ মিনিট আগে উপস্থিত থেকে বিগত ক্লাসের রিভিউ দিতে হবে।

গ. ক্লাসরুমে রাজনৈতিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্লাসে অন্য শিক্ষার্থীদের বা মেয়ে শিক্ষার্থীদের কটূক্তি করা যাবে না। যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আসে, তবে তাকে সাময়িক বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘ. শিক্ষার্থীরা শুধুমাত্র freelancertuition.com অথবা কোর্স-সম্পর্কিত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এর বাইরে অন্য কোনো ওয়েবসাইট ব্রাউজ করা নিষিদ্ধ।

ঙ. ক্লাসরুমের কম্পিউটারে নিজের কোনো অ্যাকাউন্ট লগইন করার পর অবশ্যই নিজ দায়িত্বে লগআউট করে বের হতে হবে। কোনো অ্যাকাউন্ট হ্যাক বা ক্ষতিগ্রস্ত হলে freelancertuition.com দায়ী থাকবে না।

চ. কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল, সেটিং পরিবর্তন বা মডিফাই করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রয়োজনে এডমিনকে অবগত করতে হবে।

ছ. ক্লাসরুমের কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য যন্ত্রপাতি সযত্নে ব্যবহার করতে হবে। অনিচ্ছাকৃত ক্ষতি হলে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ. শিক্ষার্থীদের ব্যক্তিগত পেনড্রাইভ, পোর্টেবল ডিস্ক, ট্যাব, হেডফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।

ঝ. কম্পিউটারের তার ধরে টানাটানি করা, জোর করে কীবোর্ড-মাউস ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ঞ. ক্লাসরুমে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে।

সেকশন ৬ : শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্কিত নীতিমালা

ক. শিক্ষকবৃন্দ ক্লাসের ভেতরে বা বাইরে কোনো ব্যক্তিগত প্রচারণা বা অন্য প্রতিষ্ঠানের পক্ষে প্রচার চালাতে পারবেন না।

খ. শিক্ষক শিক্ষার্থীদের কোনো সাফল্যের পোস্টে নিজেকে ট্যাগ বা মেনশন করাতে উৎসাহিত করতে পারবেন না।

গ. শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সবাইকে ক্লাসের প্র্যাকটিস ফাইল জমা দিতে হবে।

ঘ. নতুন শিক্ষার্থীরা যেকোনো প্রশ্ন করতে পারেন। শিক্ষককে ধৈর্য ধরে সুন্দরভাবে উত্তর দিতে হবে এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে।

ঙ. যদি কোনো শিক্ষার্থী নীতিমালা ভঙ্গ করেন বা শিক্ষকের প্রতি অসদাচরণ করেন, তবে শিক্ষক freelancertuition.com সাপোর্টে অভিযোগ জানাবেন। গুরুতর সমস্যায় তাকে সাময়িক বহিষ্কার করা হতে পারে।

চ. শিক্ষার্থীদের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর বা বিব্রতকর কোনো পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হবে। অভিযোগ থাকলে freelancertuition.com সাপোর্টে জানান।

ছ. শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ক্লাস বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকলে তাৎক্ষণিক জানাতে হবে। ক্লাস চলাকালীন প্রশ্ন করা যাবে তবে তা শিক্ষামূলক হতে হবে।

জ. এডমিন বা শিক্ষকের দেওয়া কোনো পোস্টে বাজে মন্তব্য করা যাবে না। অভিযোগ থাকলে কমেন্ট করে জানানো যাবে, তবে মানহানিকর পোস্ট বা কমেন্ট করা যাবে না।

ঝ. শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ। কোনো তথ্য প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না।

ঞ. শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ বা উপহার নিতে বা দিতে উৎসাহিত করতে পারবেন না।

ট. শিক্ষকেরা ক্লাসের মধ্যে নিজের প্রশংসা করতে বা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যক্তিগত মতামত নেওয়ার জন্য চাপ দিতে পারবেন না।

ঠ. শিক্ষকদের নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে অতিরিক্ত সহায়তা করা বা প্রশংসা করা উচিত নয়। তবে মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা করা হবে।

ড. ক্লাসের মধ্যে বা বাইরে ব্যক্তিগত অনুষ্ঠান পালন করা যাবে না।
সেকশন ৭ : শিডিউল, ফি, রিফান্ড পলিসি, অন হোল্ড, ক্যানসেলেশন পলিসি

ক. সবার ব্যাচ অনুযায়ী ক্লাস শিডিউল নির্ধারিত হবে। ক্লাস শিডিউলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। ব্যাচে দেওয়া নির্ধারিত সময়সূচির থেকে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে শুরুর তারিখ হতে সর্বোচ্চ ৪ সপ্তাহ পর্যন্ত ব্যাচ পেছানো হতে পারে। ৪ সপ্তাহ পরও ব্যাচ শুরু করা সম্ভব না হলে শিক্ষার্থীরা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

খ. ক্লাস শুরুর এক সপ্তাহ আগ পর্যন্ত কেউ চাইলে কোর্স পরিবর্তন করতে পারবে। তবে সে ক্ষেত্রে নতুন কোর্সের পেমেন্ট বেশি হলে বর্ধিত অংশ প্রদান করতে হবে, পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রকার অফার/ডিসকাউন্ট গ্রহণযোগ্য হবে না। ব্যাচ শুরু হওয়ার পর কোনো শিক্ষার্থী নিজের কোর্স অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না।

গ. কোনো শিক্ষার্থী ব্যাচ পরিবর্তন করতে চাইলে তাকে অবশ্যই ক্লাস শুরু হওয়ার ৭ দিন (১ সপ্তাহ) পূর্বে জানাতে হবে (শর্ত প্রযোজ্য)।

ঘ. কোনো শিক্ষার্থী কোর্স শুরু হয়ে যাওয়ার পর কোর্স কিংবা ব্যাচ পরিবর্তনের সুযোগ পাবেন না। তবে নতুন কোর্সে ভর্তি হলে freelancertuition.com নির্ধারিত ডিসকাউন্ট পেতে পারেন।

ঙ. অফলাইন কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী তার কোর্স ইনস্টলমেন্টের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তার কোর্স থেকে সাময়িক বহিষ্কার করা হবে।

চ. অর্ডার কমপ্লিট করার পর ভিডিও কোর্স এবং ডাউনলোড লিংকের ফি অফেরতযোগ্য বলে গণ্য করা হবে।

ছ. শিক্ষার্থী কোনো অনিবার্য কারণে কোর্স করতে সক্ষম না হলে তাকে অবশ্যই কোর্স শুরুর ৭ দিন পূর্বে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং রিফান্ডের জন্য আবেদন করতে হবে। অনলাইন লাইভ কোর্সের ক্ষেত্রে রিফান্ড দেওয়ার সময় কোর্স ফি-এর ৪০% এবং অফলাইন কোর্সের ক্ষেত্রে কোর্স ফি-এর ২০% কর্তন করে রিফান্ড দেওয়া হবে। উক্ত সময় পরে কোনো রিফান্ড আবেদন গ্রহণযোগ্য হবে না। রিফান্ড পেতে সর্বোচ্চ ১০-১৫ কর্মদিবস সময় লাগতে পারে।

freelancertuition.com থেকে যদি কোনো কোর্সের ক্লাস না নেওয়া হয়, কিংবা কোনো দুর্ঘটনার কারণে ক্লাস শুরুর নির্ধারিত সময়ের ৪ সপ্তাহের মধ্যে কোনো প্রকার ক্লাস নিতে অক্ষম হয়, তাহলে শিক্ষার্থীরা পাঠানো ফি ফেরত পাবেন কিংবা উক্ত ফি দিয়ে অন্য কোর্সে অংশ নিতে পারবেন।

ফেরত বা রিফান্ডের ক্ষেত্রে বিকাশ চার্জ ছাড়া রিফান্ড পাবেন। যেমন কোর্স ফি ৮৯৯০ টাকা, ২% বিকাশ চার্জসহ ৯১৭০ টাকা, এই ক্ষেত্রে শিক্ষার্থী ৮৯৯০ টাকা বিকাশ বা যেকোনো মোবাইল ব্যাংকিং রিফান্ড পাবেন। অফিস থেকে ক্যাশ নিলেও ৮৯৯০ টাকা রিফান্ড পাবেন। অফিস থেকে রিফান্ড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে।

জ. শিক্ষার্থীদের ও freelancertuition.com এর সুবিধার্থে এবং ক্লাস সুষ্ঠু ও সফলতার সাথে পরিচালনা করতে কর্তৃপক্ষ চাইলে ক্লাস শুরুর সময় ও তারিখ পরিবর্তন, শিক্ষার্থীদের ব্যাচ পরিবর্তন কিংবা শিক্ষক পরিবর্তন করতে পারে।

ঝ. কোনো কারণে যদি কোনো ব্যাচ সম্পন্ন হওয়ার নির্ধারিত সময় হতে ৬০ কর্মদিবসের মধ্যেও ব্যাচের ক্লাস শেষ না হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা ফুল রিফান্ড পাবেন। তবে কোনো সেশনের নির্দিষ্ট ব্যাচে আশানুরূপ শিক্ষার্থী না হলে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যাচ ডেট পিছানো বা পরের সেশনে দেওয়া হতে পারে।

ঞ. freelancertuition.com কর্তৃপক্ষের নিকট কোর্স ফি বাবদ কোনো টাকা পাওনা থাকলে সর্বোচ্চ ৬০ কর্মদিবসের মধ্যে উক্ত পাওনা টাকা freelancertuition.com কর্তৃপক্ষের নিকট হইতে আদায় করতে হবে। অন্যথায় উক্ত পাওনা টাকা আদায় করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে freelancertuition.com কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ট. একজন শিক্ষার্থী ভর্তি/রেজিস্ট্রেশন করার পর থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কোর্স হোল্ড করে রাখতে পারবে তবে তা ব্যাচ শুরুর অন্তত এক সপ্তাহের পূর্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। এই তিন মাসের মধ্যে কোর্স ফি যদি বৃদ্ধি পায়, তাকে কোনো অতিরিক্ত ফি প্রদান করতে হবে না, কিন্তু তিন মাস পর যদি কোর্স ফি বৃদ্ধি পায় তবে তাকে অতিরিক্ত ফি প্রদান করে কোর্সে অংশগ্রহণ করতে হবে।

সেকশন ৮: ক্লাস চলাকালীন ও এসাইনমেন্ট

ক. ক্লাস শুরুর অন্তত ১০ মিনিট আগে freelancertuition.com-এ লগইন করে উপস্থিত থাকতে হবে।

খ. কেউ কোনো কারণে ক্লাসে উপস্থিত হতে না পারলে ক্লাস শুরুর অন্তত ২ ঘণ্টা আগে ব্যাচে পোস্ট করে কিংবা শিক্ষককে জানাতে হবে।

গ. প্রত্যেকটি ক্লাস শুরুর আগে উক্ত ক্লাসের ইউনিট ভালো করে পড়ে নিন, তাতে বুঝতে সুবিধা হবে।

ঘ. ক্লাসের সময় মাইক্রোফোন মিউট করে রাখতে হবে, শুধুমাত্র যখন কোনো প্রশ্ন করবেন তখন মিউট অফ করে প্রশ্ন শেষ করে আবার মিউট রাখবেন। কারণ আপনার বাসায় কোনো শব্দ হলে সেটা অন্যদেরও ক্লাসে অমনোযোগের কারণ হতে পারে।

ঙ. প্রতিটি ক্লাসের সময় ৯০ মিনিট (দেড় ঘণ্টা), যার মধ্যে প্রথম ১৫ মিনিট আগের লেকচারের উপর সমস্যা সমাধান, পরবর্তী ৬০ মিনিট (১ ঘণ্টা) আজকের নির্ধারিত লেকচার/ক্লাস এবং শেষ ১৫ মিনিট আজকের ক্লাসের উপর প্রশ্নোত্তর।

ছ. ক্লাস শেষে ক্লাস-ফাইলগুলো কোর্স সংশ্লিষ্ট ইউনিটে পরবর্তী ১২ কর্মঘণ্টার মধ্যে পোস্ট করা হবে, সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করুন; কোনোটা বুঝতে সমস্যা হলে ব্যাচে পোস্ট করুন। ক্লাসের রেকর্ডিং ভিডিও সংশ্লিষ্ট ইউনিটের ভেতর পাবেন।

জ. ক্লাস প্র্যাকটিস শেষে পরের ক্লাস শুরুর অন্তত ৫ ঘণ্টা পূর্বে প্র্যাকটিস ফাইলসমূহ এসাইনমেন্টে জমা দিন।

ঝ. প্র্যাকটিস ফাইল জমা দেওয়ার সময় সবাই ফাইলগুলোকে জিপ ফাইল করে এটার নাম দিন এভাবে: batch x_practise File_name_class x.zip। যেমন, দ্বিতীয় ব্যাচের শাহিন আহমেদ দ্বিতীয় ক্লাসের ফাইল জমা দিতে লিখবেন batch 2_practise File_Shahid Ahmed_class2.zip।

ঞ. প্র্যাকটিস ফাইলে অন্যদের ফাইল কপি করে কিংবা কিছুটা এডিট করে জমা দেওয়া যাবে না।
সেকশন ৯.

ক. freelancertuition.com প্রতিটি কোর্সের জন্য একটি নির্দিষ্ট ফেসবুক গ্রুপ রয়েছে। কেবলমাত্র freelancertuition.com-এর শিক্ষার্থীরা উক্ত গ্রুপে যোগ দিতে পারবেন। গ্রুপে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের ইউজারনেম, কোর্স ব্যাচের নাম ও অর্ডার নম্বর সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই তথ্য ছাড়া কাউকে গ্রুপে অনুমোদন দেওয়া হবে না।

খ. ভর্তি হওয়ার বা পেমেন্ট করার পর প্রথম ক্লাসেই গ্রুপে যোগদানের নির্দেশনা প্রদান করা হবে।

গ. শিক্ষার্থীরা গ্রুপে কোর্স সম্পর্কিত যেকোনো সমস্যার বিষয়ে আলোচনা করতে পারবেন। তবে, কোর্সের মিটিং আইডি, ক্লাসের ভিডিও বা অন্যান্য কনটেন্ট শেয়ার করা যাবে না। এসাইনমেন্ট অবশ্যই নির্ধারিত স্থানে জমা দিতে হবে।

freelancertuition.com শিক্ষার্থীদের স্বার্থে এবং ভবিষ্যৎ উন্নতি ও প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই নীতিমালা সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে। freelancertuition.com-এর সকল শিক্ষার্থী উক্ত নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবেন। freelancertuition.com-এর কোর্সে অংশগ্রহণের অর্থ হচ্ছে, আপনি এই নীতিমালা সম্পূর্ণ বুঝে ও স্বেচ্ছায় সম্মতি প্রদান করেছেন।
ভিডিও কোর্স নীতিমালা:

সেকশন ১০.

ক. ভিডিও কোর্সের ক্লাস freelancertuition.com-এর ওয়েবসাইট থেকে দেখতে হবে। ক্লাসের ভিডিও ডাউনলোড করার কোনো সুযোগ থাকবে না।

খ. একবার অর্ডার সম্পন্ন হলে, কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

গ. কোর্সের এক্সেস বা একাউন্ট ডিটেলস অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। একই একাউন্টে একাধিক ডিভাইস থেকে লগইন করলে একাউন্ট স্থায়ীভাবে ব্যান করা হতে পারে।

ঘ. ক্লাসের ভিডিও স্ক্রিন রেকর্ড বা অন্য কোনো মাধ্যমে ধারণ করে তা কারো সাথে শেয়ার করা বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। freelancertuition.com কর্তৃপক্ষ এ ধরনের কোনো অনিয়ম সম্পর্কে অবগত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঙ. একবার অর্ডার সম্পন্ন হলে, কোর্স ফি ফেরতযোগ্য হবে না।
ডিভিডি/ডাউনলোড লিংক নীতিমালা:

সেকশন ১১.

ক. কোর্সের এক্সেস বা একাউন্ট ডিটেলস অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। একাধিক ডিভাইস থেকে লগইন করার চেষ্টা করলে একাউন্ট ব্যান করা হতে পারে।

খ. ক্লাসের ভিডিও কারো সাথে শেয়ার করা বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। freelancertuition.com কর্তৃপক্ষ এ ধরনের অনিয়ম সম্পর্কে অবগত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

গ. ডাউনলোড লিংকের মেয়াদ ১ মাস থাকবে, এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অবশ্যই সকল ক্লাসের ভিডিও ডাউনলোড করতে হবে। মেয়াদ শেষ হলে ডাউনলোডের সুযোগ আর থাকবে না।

ঘ. একবার অর্ডার সম্পন্ন হলে, ডাউনলোড লিংকের ফি ফেরতযোগ্য হবে না।

freelancertuition.com-এর সকল শিক্ষার্থী উক্ত নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবেন। freelancertuition.com-এর কোর্সে অংশগ্রহণের অর্থ হচ্ছে, আপনি সম্পূর্ণ সচেতনভাবে এই নীতিমালা পড়ে বুঝে সম্মতি প্রদান করেছেন।